/anm-bengali/media/media_files/2025/10/10/whatsapp-image-2025-10-10-at-163904-2025-10-10-19-15-22.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রতি বছর ৯ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ডাক দিবস, যা ১৮৭৪ সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU)-এর প্রতিষ্ঠাকে স্মরণ করে। এই দিনটি কেবল ডাক পরিষেবার ইতিহাস নয়, বরং মানবজীবনের যোগাযোগব্যবস্থায় এর অপরিসীম গুরুত্বের প্রতীকও বটে।
এই উপলক্ষে ভারতীয় ডাক বিভাগও সারা দেশের মতো বিশ্ব ডাক দিবস ও জাতীয় ডাক সপ্তাহ ২০২৫ উদযাপন করেছে। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, এই দিনটিতে সেই সমস্ত ডাককর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় যাঁরা নিরলস পরিশ্রমের মাধ্যমে সকল সম্প্রদায়কে সংযুক্ত রাখেন এবং যোগাযোগের মৌলিক অধিকারকে রক্ষা করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/10/whatsapp-image-2025-10-10-at-163751-2025-10-10-19-08-33.jpeg)
বিশ্ব ডাক দিবসের এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার কলকাতা জিপিওতে একটি বিশেষ ফিলাটেলিক কভার প্রকাশ করেন। এই বিশেষ প্রচ্ছদে ভারতের ডাক ব্যবস্থার ঐতিহাসিক বিবর্তন ফুটে উঠেছে। পায়রার মাধ্যমে বার্তা প্রেরণ থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে চিঠি বিতরণের আধুনিক যুগে প্রবেশ, যা সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডাক পরিষেবার রূপান্তরকে চিহ্নিত করে চলেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/10/whatsapp-image-2025-10-10-at-163753-2025-10-10-19-09-12.jpeg)
অনুষ্ঠানে UPU আন্তর্জাতিক তরুণদের চিঠি লেখা প্রতিযোগিতা ২০২৫-এর সার্কেল স্তরের বিজয়ীদের পুরস্কারও প্রদান করা হয় এদিন। এ বছরের প্রতিযোগিতার বিষয় ছিল “কল্পনা করুন আপনি সমুদ্র, কাউকে একটি চিঠি লিখুন যাতে ব্যাখ্যা করা হয় কেন এবং কীভাবে তারা আপনার যত্ন নেবে”।
বিজয়ীদের তালিকায় রয়েছেন –
প্রথম: অরিত্র কুণ্ডু, কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় (এইচ.এস.)
দ্বিতীয়: শান মুখার্জি, ডিএভি মডেল স্কুল, কেএসটিপি, আসানসোল
তৃতীয়: অনুরাগ পাত্র, সেন্ট মাইকেল স্কুল
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/10/whatsapp-image-2025-10-10-at-16375-2025-10-10-19-09-44.jpeg)
ডাক বিভাগ জানিয়েছে, তরুণ প্রজন্মকে চিঠি লেখার ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখা এবং মানবিক সংযোগের গুরুত্ব বোঝাতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/10/whatsapp-image-2025-10-10-at-163752-2025-10-10-19-10-15.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us