New Update
/anm-bengali/media/media_files/v0CmMA6HhzPHFClN3xDu.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লালবাজারে বামেদের অভিযানে সরগরম পরিস্থিতি। পুলিশের হাতে আটক হয়ে গেলেন ১৪ জন বামকর্মী। আর তারা আটক হতেই অবস্থানে বসে পড়লেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। বললেন, ‘আটক থাকবে যতোক্ষণ, আন্দোলন চলবে ততোক্ষণ’। তাঁদেরকে নিঃশর্তে মুক্ত না করলে লালবাজারের সামনেই ধর্নায় বসে থাকবেন তারা বলে জানিয়ে দেন বামনেত্রী। একই সাথে লালবাজারকে ডেডলাইন বেঁধে দিয়ে দিলেন মীনাক্ষীরা।
/anm-bengali/media/media_files/fNBf0sw7kwvYqHiyyAah.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us