ল কলেজের সেই নির্যাতিতার কথা মনে পড়ে? মেলেনি বিচার, তাই এবার কলেজ বদলের পথে পরিবার

কোনওভাবেই মেয়েকে কসবা কলেজে পাঠাতে চান না তাঁরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
law college rape

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেটে গিয়েছে দুই মাসেরও বেশি সময়। কিন্তু এখনও সেই ভয়ঙ্কর সন্ধ্যার স্মৃতি ভুলতে পারছে না কসবা ল কলেজের ধর্ষণ-কাণ্ডের নির্যাতিতা। তাই মেয়েকে মানসিক চাপে না ফেলতে কলেজ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

ঘটনা গত ২৫ জুনের। সেদিন প্রথম বর্ষের পড়ুয়ারা পরীক্ষার ফর্ম জমা দিচ্ছিলেন। নির্যাতিতাও কলেজে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। পরে থানায় গিয়ে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ছাত্রীটি। ঘটনায় তোলপাড় হয় গোটা শহর।

পরবর্তীতে তিনি প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলেন। তাঁর জন্য সাউথ ক্যালকাটা আইন কলেজ আলাদা করে কলেজের বাইরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছিল। তবে নির্যাতিতার বাবা জানিয়েছেন, আর কোনওভাবেই মেয়েকে কসবা কলেজে পাঠাতে চান না তাঁরা।

Kasba-Incident-

শুক্রবার এক সাক্ষাৎকারে নির্যাতিতার বাবা বলেন, “মেয়ে এমনিই মানসিকভাবে ভেঙে পড়েছে, যে সেই জায়গায় ফের পা রাখলে আরও ভেঙে পড়বে। তাই কলেজ বদল করাবো”।

তবে অ্যাকাডেমিক বর্ষ চলাকালীন কীভাবে কলেজ বদলানো সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে নির্যাতিতার বাবার জবাব, “প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছে। কলেজ পরিবর্তনের জন্য কলেজ কর্তৃপক্ষ, তাদের আইন বিভাগ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানিয়েছি। এবার সিদ্ধান্ত ওঁরাই নেবেন”।