হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা

প্রতিবাদে কর্মী সমর্থকরা।

author-image
Jaita Chowdhury
New Update
CPIM

নিজস্ব সংবাদদাতা: হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা। প্রতিবাদে কর্মী সমর্থকরা। লঞ্চঘাট বন্ধ থাকায় তীব্র ক্ষোভ বাম কর্মী সমর্থকদের। চারটি বাম গন সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ।

গঙ্গা

বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে পৌঁছায় কর্মী সমর্থকরা। স্টেশনে নেমে লঞ্চ ঘাট বন্ধ দেখে ক্ষোভ কর্মীদের। 'চক্রান্ত করে আটকানো যাবে না, পায়ে হেঁটেই ব্রিগেডে যাব', প্রতিক্রিয়া কর্মী সমর্থকদের। 'কম সংখ্যক লঞ্চ থাকায় সার্ভিস বন্ধ', পাল্টা জানায় জলপথ পরিবহণ সমিতি।