কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হুগলি-সহ কিছু এলাকায় বৃষ্টির সতর্কতা। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে

পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি। সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে।