/anm-bengali/media/media_files/77KnyOsdyqBs0PEKI2S2.jpg)
নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কুন্তল ঘোষের চিঠি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার সেই চিঠি নিয়ে মুখ বন্ধ করলেন কুন্তল ঘোষ। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের বহিষ্কৃত এই যুব নেতাকে। বর্তমানে রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। শুক্রবার আলিপুর আদালতে হাজির করা হয় কুন্তলকে। পুলিশের প্রিজন ভ্যান থেকে কুন্তল নামতেই চিঠি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। কিন্তু এই নিয়ে একটি কথাও বললেন না কুন্তল। চিঠি লিখতে কি চাপ দেওয়া হয়েছিল কুন্তলকে? উত্তরে মুখ খোলেননি কুন্তল।
ধর্মতলায় শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেন যে হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলে তদন্তকারী সংস্থ। কুন্তল দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে।