'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি না'! বোমা ফাটালেন কুন্তল ঘোষ

রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি অবস্থায় রয়েছেন। জেলবন্দি থাকার সময় অভিষেকের নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কুন্তল।

New Update
abhishek kuntal.jpg

নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ব্যক্তিগত পরিচয়’ নেই কুন্তল ঘোষের, সিবিআই জেরায় জানালেন নিজেই। অভিষেকের নাম বলার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ‘চাপ’ দিচ্ছেন বলে অভিযোগ তুলেছিলেন কুন্তল। তৃণমূলের প্রাক্তন নেতার এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। 

ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দিয়েছিলেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়েও চিঠি পাঠান হেস্টিংস থানায়। সেই চিঠির বিষয়ে গত শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অভিষেক দাবি করেছিলেন যে, তিনি কুন্তলকে চেনেন না। তার ৩ দিন পর বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করে সিবিআই। অভিষেকের সঙ্গে ব্যক্তিগত আলাপ না থাকার কথা কুন্তল জানিয়েছেন।