/anm-bengali/media/media_files/VVSnUs6kqwb1n9L2EWkR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় নিয়োজিত প্রায় ৫০০০ জন। ফলতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল তৃণমূল সাংসদের জন্য তা রাষ্ট্রপতির জন্য করা হয় কিনা সেই প্রশ্ন তুলে খোঁচা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার পাল্টা আসরে কুণাল ঘোষ। অভিষেকের নিরাপত্তার বিষয়টি ফাঁস হতেই শুভেন্দুকে আসানসোলের কম্বল কাণ্ডের কথা স্মরণ করালেন তৃণমূল মুখপাত্র। কটাক্ষের সুরে তিনি বলেন, ''শুভেন্দু অধিকারী অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার বিপদজনক পরিণতি ভুলে গেছে বলে মনে হয়। গত ডিসেম্বরে, আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল যা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই করা হয়েছিল।তিনি এ সত্যটি সম্পর্কেও উদাসীন বলে মনে করেন যে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র আমাদের 'ফকির আদমি' প্রধানমন্ত্রীকে রক্ষা করে বিশেষ সুরক্ষা গোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়িয়েছে, ২০২০ সালে বরাদ্দ ৫৪০ কোটি থেকে প্রায় ৬০০ কোটি পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা প্রতিদিন ১.৬৪ কোটি টাকার সমান।''
LoP @SuvenduWB seems to have forgotten the perilous consequences of insufficient security arrangements. Just last December, 3 people died in a stampede at Mr. Adhikari's blanket distribution program in Asansol which was done without permission from authorities.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 12, 2023
He also seems… https://t.co/kSqNA5c7I7
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us