নিজস্ব সংবাদদাতা: জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার মাস্টার হাতিয়ার ব্যবহার করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ট্যুইট করে বলেছেন,
"দ্বিচারিতা।
PM, দেওয়াল ভাঙার নথিতে জুনিয়র ডাক্তারদের সই। আগে নীরবতা। প্রশ্নের মুখে স্বীকার। তবে দায় এড়ানোর নাটক।
1) সই মানে মান্যতা। ভুল থাকলে সই কেন?
2) জানতাম না বলেছিলেন কেন?
3) আপত্তি থাকলে সইয়ের সঙ্গে সেটা কেন লেখেননি?
4) কেন নথি ফাঁসের পর নাটক?
5) সই, এখন প্রতিবাদ কেন?"
কুণাল ঘোষের এই ট্যুইটকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . .