জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার মাস্টার হাতিয়ার ব্যবহার কুণাল ঘোষের, এক ট্যুইটে চরম শোরগোল

কি বললেন কুণাল ঘোষ?

author-image
Aniket
New Update
Kunal ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার মাস্টার হাতিয়ার ব্যবহার করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ট্যুইট করে বলেছেন,

kunal ghoshw2.jpg

"দ্বিচারিতা।
PM, দেওয়াল ভাঙার নথিতে জুনিয়র ডাক্তারদের সই। আগে নীরবতা। প্রশ্নের মুখে স্বীকার। তবে দায় এড়ানোর নাটক।
1) সই মানে মান্যতা। ভুল থাকলে সই কেন?
2) জানতাম না বলেছিলেন কেন?
3) আপত্তি থাকলে সইয়ের সঙ্গে সেটা কেন লেখেননি?
4) কেন নথি ফাঁসের পর নাটক?
5) সই, এখন প্রতিবাদ কেন?"

kunal ghoshw3.jpg

কুণাল ঘোষের এই ট্যুইটকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়েছে। 

 

 . . . . . . . . . . . . . . . . . . .