New Update
/anm-bengali/media/media_files/idlxXPLeBxdxUgzg6rC7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃতৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ টুইট করে বলেছেন, “মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডের প্রচারে রবিবার সকালে আটটি ওয়ার্ডে একসঙ্গে পদযাত্রা, পথসভা, জনসংযোগ।
/anm-bengali/media/media_files/diybfxm4yyr8bkLJnC2r.jpg)
১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ৩১, ৩২ ওয়ার্ডে কর্মসূচি। এর মধ্যে ছটিতে পৌঁছতে পেরেছি। সময়াভাবে দুটিতে যেতে পারিনি। সবার সক্রিয়তায় সব কর্মসূচি ভালো হয়েছে।”
মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডের প্রচারে রবিবার সকালে আটটি ওয়ার্ডে একসঙ্গে পদযাত্রা, পথসভা, জনসংযোগ। 11,12,13,14,15,16, 31, 32 ওয়ার্ডে কর্মসূচি। এর মধ্যে ছটিতে পৌঁছতে পেরেছি। সময়াভাবে দুটিতে যেতে পারিনি। সবার সক্রিয়তায় সব কর্মসূচি ভালো হয়েছে। pic.twitter.com/9bY9QgDbE9
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 16, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us