দিনে ৯০টি ধর্ষণ জাতীয় জরুরি অবস্থা! বড় বার্তা কুণাল ঘোষের

তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করে বলেছেন, দিনে ৯০টি ধর্ষণ জাতীয় জরুরি অবস্থা।

author-image
Probha Rani Das
New Update
kunal ghj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃতৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করে বলেছেন, “দিনে ৯০টি ধর্ষণ জাতীয় জরুরি অবস্থাশ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। 

kunal ghoshw2.jpg

কঠোর ধর্ষণ বিরোধী আইনদ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক ট্রায়ালনারী সুরক্ষার লিপ-সার্ভিস আর কাটবে না।”