/anm-bengali/media/media_files/MTOc1ynj4fcad16gvH0c.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বড় ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সাক্ষাৎকারের কারণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সমস্ত মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে নাম না করে টুইট মারফত খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তিনি আজ শুক্রবার এক টুইট বার্তায় বলেন, 'সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ' সব কা বিকাশ' কাকে বলে।
বিকাশ ছুঁলে কী হয়। কমরেড, সমবেদনা রইল।' বিশিষ্ট মহলের দাবি, নাম না করে এই খোঁচা বিচারপতিকেই দিয়েছেন কুণাল ঘোষ।
এদিকে শীর্ষ আদালতের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ, কারণ কেলেঙ্কারি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদেশই রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এবং তারই একাধিক রায়দানের পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সংশ্লিষ্ট মামলার শুনানির জন্য আলাদা বিচারক চেয়েছেন।
সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ' সব কা বিকাশ' কাকে বলে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 28, 2023
বিকাশ ছুঁলে কী হয়।
কমরেড, সমবেদনা রইল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us