নিজস্ব সংবাদদাতা: পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়ে গেল। সমস্ত অশুভ শক্তির দমনে আগমন হচ্ছে মা মহিষাসুরমর্দিনীর। আর পৃথিবীর বুকে যে জ্যান্ত দুর্গাদের প্রতিনিয়ত অত্যাচারের শিকার হতে হচ্ছে এবং মৃত্যুর মুখে পড়তে হচ্ছে সেই দুর্গাদের বিচারে আরো এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ থেকে।
কিছুদিন আগেই আর জি কর মেডিকেল কলেজে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। এক মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সন্ত্রস্ত, ক্ষুব্ধ গোটা বাংলা। এক ঘটনার বীভৎসতা আর দুই কর্মস্থলের ভেতরে এভাবে নির্যাতিত হওয়া রীতিমতো ভয় ধরিয়েছে বিভিন্ন মহলের মানুষের মনে। বিচার চলছে ও সুবিচারের দাবিতে আন্দোলনও চলছে রোজ। পথে নেমেছে হাজার হাজার সাধারণ মানুষ, ডাক্তার এবং অন্যান্য পরিচিত মুখ। সুপ্রিম কোর্টে এর শুনানি চলছে। এর আগে প্রায় ৪৩ দিন ধরে কর্মবিরতি অব্যাহত রেখে অবস্থান বিক্ষোভ চালিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এরপর সুপ্রিম কোর্টের শুনানি কি হয় সেই দিকে তাকিয়ে তারা অপেক্ষায় ছিল। তবে সেই শুনানির পর আরো একটি দীর্ঘায়িত সময় রয়েছে পরবর্তী শুনানির জন্য। তবে এর মাঝেই ফের সম্পূর্ণ কর্মবিরতি শুরু করল ডাক্তাররা। তিলোত্তমার বিচার চাই এটাই একমাত্র দাবি সকলের।
এই পরিস্থিতিতেই আজ অর্থাৎ মহালয়ার শুভদিনে আর জি কর হাসপাতালে স্থাপিত হতে চলেছে অভয়ার আবক্ষ মূর্তি। এর কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, "তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে।"