/anm-bengali/media/media_files/2024/12/06/rZ2iqG7ThyzNVjZylVSv.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর নিয়ে আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন ডাক্তার এবং অভিনেতা কিঞ্জল নন্দ। তবে এবার তাকে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গেল পুরস্কার নিতে। এই নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ লেখেন, দুর্গোৎসব খারাপ। ফিল্মোৎসব ভালো।
দ্রোহের দ্বিচারিতা।
নন্দন চত্বরে, শুক্রবার।
কিঞ্জল, সুদীপ্তা।
কোনো ব্যক্তি আক্রমণ নয়। কৌতূহল।
উৎসব? বিচার? এসব লেখার পর নিজেদের স্বার্থে চলচ্চিত্র উৎসবে যেতে সমস্যা নেই??? তাহলে দুর্গোৎসবের সময় সবরকম নেতিবাচকতা ছিল কেন?
ও! বাই দি ওয়ে, কুলতলির ধর্ষণ, খুনে 62 দিনের মাথায় আজ ফাঁসির শাস্তি হল। অতিনাটক করে সিবিআই ডেকে এনে আর জি করের বিচার শেষ হল না।
অভয়ার আবেগ নিয়ে কিছু লোক ছেলেখেলা করে নিজেদের স্বার্থে কাজ চালালো। আজ ক্রমশ তা সামনে আসছে।
কিঞ্জল, বিচার পেয়ে গেছে অভয়া?
উত্তর না হলে, এখনও তোমাদের মিছিল চললে, তুমি চলচ্চিত্র উৎসবে কেন?
দুর্গোৎসব খারাপ। ফিল্মোৎসব ভালো।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 6, 2024
দ্রোহের দ্বিচারিতা।
নন্দন চত্বরে, শুক্রবার।
কিঞ্জল, সুদীপ্তা।
কোনো ব্যক্তি আক্রমণ নয়। কৌতূহল।
উৎসব? বিচার? এসব লেখার পর নিজেদের স্বার্থে চলচ্চিত্র উৎসবে যেতে সমস্যা নেই??? তাহলে দুর্গোৎসবের সময় সবরকম নেতিবাচকতা ছিল কেন?
ও! বাই দি ওয়ে, কুলতলির… pic.twitter.com/qkc4DxAuHL
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us