New Update
/anm-bengali/media/media_files/0iex8BVANRAezgWIrypZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজপথে (Kolkata) ডিএ (DA) আন্দোলনকারীদের বিরাট মিছিল। হাজরায় প্রতিবাদ মঞ্চ। সেই সব কিছুকে ছাপিয়ে গেলেন রাজনৈতিক নেতাদের উপস্থিতি। মঞ্চে বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সোনালী গুহ (Sonali Guha), কৌস্তভ বাগচী সহ আরও অনেকে। এই মিছিল এবং বিরোধী রাজনৈতিক নেতাদের সমাগম প্রসঙ্গে তৃণমূলের (TMC) কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, "ওটা ডিএ মিছিল নয়, বিরোধী দলগুলির অতৃপ্ত আত্মাদের রাজনৈতিক সমাবেশ।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us