'সাধারণ নাগরিকদের আবেগ যথাযথ'! অবশেষে স্বীকার করলেন কুণাল ঘোষ

নরম সুর কুণাল ঘোষের লেখনীতে।

author-image
Anusmita Bhattacharya
New Update
kunalss.jpg

নিজস্ব সংবাদদাতা: আর জি করের ঘটনার বিরুদ্ধে দিকে দিকে যে আন্দোলন চলছে সেগুলিকে বারবার রাম-বামের রং লাগাচ্ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

kunal-ghosh

কাল থেকেই ক্রমাগত এর বিরুদ্ধে পোস্ট করে যাচ্ছিলেন তিনি। 

R G Kar Incident

এবার সুর পাল্টে বললেন এক বড় কথা। লেখেন, 'RGKar. সাধারণ নাগরিকদের আবেগ যথাযথ। আমরাও একমত। প্রতিবাদ, নিন্দা, দাবি থাকছে, থাকবে। CM যথাযথ পদক্ষেপ নিয়েছিলেন। তদন্তে এখন CBI. কিন্তু এনিয়ে রামবামের কুৎসা, ইভেন্ট, চক্রান্তে পা দেবেন না, অনুরোধ। বানতলা, ধানতলা, উন্নাও, হাথরাস মনে রাখুন। ওরা অরাজকতা চায় নিজেদের স্বার্থে।'

cbi.jpg