/anm-bengali/media/media_files/2024/11/04/1000095334.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভোটের গণনা শুরু থেকেই বলে দিয়েছিল হাওয়া কোন দিকে বইবে। গণনার শুরু থেকেই তৃণমূলের পাল্লা ছিল ভারী। আর সময় যত গড়িয়েছে ততোই যেন সেই পাল্লা মজবুত হয়েছে। তৃণমূলের জয় নিশ্চিত হয়েছে সময়ের সাথে সাথে। তবে ফলাফল সম্পূর্ণ ঘোষণার আগেই ফলাফল কি হবে তা জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
একটা ছোট্ট ট্যুইট আর তাতেই সবটা পরিষ্কার করে দিয়েছিলেন কুণাল ঘোষ। বিধানসভা উপনির্বাচনে যে তৃণমূল সবকটা আসনই দখল করে নেবে, তা সহজ ভাষায় বুঝিয়ে ছিলেন তৃণমূল নেতা।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ সবচেয়ে ছোট একটি ট্যুইট করেন। যেখানে লেখা ছিল ‘৬-০’। আর তাতেই ভোটের ফলাফল স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে বোঝা যায়, তাঁর সেই বার্তাতে কোনও ভুল ছিল না। ফলাফলের স্রোত সেই দিকেই গড়িয়েছে।
6 - 0.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 23, 2024
উল্লেখ্য, কিছুদিন আগেই এক জনসভা থেকে কার্যত ২০২৬-এ তৃণমূলের ভোটের ফলাফল কি হবে তা নিয়ে আরও এক ভবিষ্যদ্বাণী করেন কুণাল ঘোষ। বলেছেন, তৃণমূল বিরাট আসন নিয়ে ফের সরকার গড়বে। তাহলে কি কুণাল ঘোষের সেই ভবিষ্যদ্বাণীও সত্যি হতে চলেছে? উত্তরটা মিলবে সঠিক সময়েই।
/anm-bengali/media/media_files/2024/11/04/1000095333.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us