নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ঈদ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির একটি এক্স (টুইটার) পোস্টকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সূচনা হয়েছে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করব না। বিজেপি ইচ্ছাকৃতভাবে এইসব উস্কানি দিতে চায়।" এরপর তিনি বলেন,''ওই ভিডিও বা ছবির উৎস কী, কোন রাজ্য থেকে তা এসেছে, সেটি কোনও সিনেমার দৃশ্য কি না, তা পরিষ্কার নয়। এই ধরনের জাল ছবি বা ভিডিও ছড়ানোর পুরনো রেকর্ড বিজেপির রয়েছে। তাই আমরা এই ফাঁদে পা দিতে চাই না।”
/anm-bengali/media/media_files/2025/05/13/JuoeSq8Q2EOiy8c7Rk9V.jpeg)