নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভায় বক্তব্য রাখার বিরোধিতা করে, রাজ্যের বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন, তা "সম্পূর্ণ ভিত্তিহীন" বলে প্রত্যাখ্যান করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,''মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলেছিলেন, পহেলগাঁও হামলার পর আমরা সবসময় কেন্দ্রের পাশে রয়েছি। সেই অবস্থান নিয়েই দল কাজ করেছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধিদলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।''
/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
এরপর তিনি বলেন,''মমতা ব্যানার্জি গতকাল প্রশ্ন তুলেছিলেন,যখন সুযোগ ছিল, তখন পাক অধিকৃত কাশ্মীর (POK) উদ্ধার করতে পারলে না কেন বিজেপি ? বিজেপির রাজ্য শাখা এখন পুরোপুরি বিভ্রান্ত, এবং তারা সাধারণ মানুষকেও বিভ্রান্ত করতে এইসব উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালাচ্ছে।”