/anm-bengali/media/media_files/6FnsLl51RJv3tYKAPjF2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার আন্দোলনরত প্রতিবাদীদের থেকে কুণাল ঘোষ এক মেয়েকে বেছে নিয়ে দেবাংশু ভট্টাচার্যের জন্য পাত্রী হিসাবে ঠিক করলেন। একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
/anm-bengali/media/media_files/Ur9kszCTyBP34kgQ6tbr.jpg)
যেখানে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে ওই মেয়েকে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/a0c03a1d-503.png)
কুণাল ঘোষ দেবাংশুকে উদ্দেশ্য করে বলেছেন, "হ্যাঁরে দেবাংশু তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে"। কার্যত প্ৰতিবাদীনিকে নিয়ে চরমতম কটাক্ষ করায় কুণাল ঘোষের বিরুদ্ধে অনেকেই মুখ খুলেছেন।
হ্যাঁরে @ItsYourDev , তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে। pic.twitter.com/bQEvDrL2LV
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 16, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us