বৈধ ভোটারকে হয়রানি করলেই তীব্র প্রতিবাদ করবো ! SIR প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের গর্জে উঠলেন কুনাল ঘোষ

কি বললেন কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকায় শুদ্ধিকরণ বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর দ্বিতীয় পর্বের ঘোষণা প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব এই ঘোষণাটি বিশ্লেষণ করছে এবং তৃণমূল কংগ্রেস সবসময় একটি স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, "এসআইআর-এর যে ঘোষণা করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তা বিশ্লেষণ করছে। আমরা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে।"

Kunal

তিনি আশ্বাস দেন যে, গোটা প্রক্রিয়াটি গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি কোনও বৈধ ভোটারকে হয়রানি করার চেষ্টা করা হয়, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ করব।"

এছাড়াও আজ কুণাল ঘোষ নির্বাচন কমিশনকে বিজেপি'র রাজনৈতিক চাপে কাজ না করার আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের রাজ্য সরকার রাজ্যের ধর্ম মেনে চলে। আমরা আশা করি, ভারতের নির্বাচন কমিশন বিজেপির রাজনৈতিক চাপে এমন কিছু করবে না, যা আমাদের প্রতিবাদ করতে বাধ্য করবে।"

তৃণমূল নেতার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শাসক দল।