BREAKING: অপারেশন সিঁদুর নিয়ে বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল ! বড় মন্তব্য করলেন কুণাল

কি বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
kunal ghosh tmc.jpg

নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুর ও পহেলগাঁও হামলার প্রেক্ষিতে রাজ্য বিধানসভায় যে প্রস্তাব আনা হচ্ছে, এবার তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে,এই বিষয়ে আমাদের দলের অবস্থান একদম পরিষ্কার। এই বিষয়ে তৃণমূল কোনও রাজনীতি করবে না। এটা দেশের ব্যাপার। আমরা জওয়ানদের পাশে আছি, দেশের পাশে আছি। আমরা সকলের সঙ্গে মিলে শহিদদের শ্রদ্ধা জানাব।”

kunal ghosh sad