কেবিসি-তে অংশগ্রহণ করবেন উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি ! এড়িয়ে যাওয়াই ভালো ছিল বললেন কুনাল

কি বললেন কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
kunal ghosh tmc.jpg

নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর স্বাধীনতা দিবস স্পেশাল পর্বে উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশির অংশগ্রহণের বিষয়ে এবার মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''আমাদের দলের সিনিয়র নেতৃত্ব এই বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন। আমরা সবসময়ই 'অপারেশন সিঁদুর' এবং ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করেছি।''

Kunal

তিনি আরও বলেন, "এই ধরনের বিষয় এড়িয়ে গেলেই ভালো হত। যদি এই বিষয়টি অন্য কোনওভাবে ব্যবহার করা হয়, তবে তা এড়িয়ে চলা উচিত। এটি একটি জনপ্রিয় গেম শো, কিন্তু যখন 'অপারেশন সিঁদুর' নিয়ে একটি গেম শো-তে আলোচনা করা হয় এবং সেনাবাহিনীর কর্মকর্তারা সেখানে সেনাবাহিনীর পোশাকে উপস্থিত থাকেন, তখন এটি এড়িয়ে যাওয়াই ভালো ছিল।"