নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিজেপি-র পক্ষ থেকে রাজ্যজুড়ে CAA (সংশোধিত নাগরিকত্ব আইন)-এর সমর্থনে শিবির বা 'ক্যাম্প' স্থাপনের ঘোষণাকে কেন্দ্র করে এই বিষয়ে এক তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বিজেপির এই পদক্ষেপকে 'কারিগরিভাবে অসম্ভব' এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।
তিনি বলেন,''এটি কারিগরিভাবে অসম্ভব। যদি কেউ ভারতীয় নাগরিক হন, তবে 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR)-এ তাঁর নাম বাদ যাওয়ার প্রশ্নই আসে না। তাঁরা সবাই তালিকাভুক্ত আছেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/04/1000095333.jpg)
এরপর তিনি বলেন,''যদি আপনার নাম CAA ক্যাম্পে (আবেদনকারী হিসেবে) ঘোষণা করা হয়, তাহলে তার মানে হলো আপনি ভারতীয় নাগরিক নন। আর যদি আপনি ভারতীয় নাগরিক না হন, তাহলে আপনার জন্য কোনও সরকারি প্রকল্প থাকবে না, এমনকি রাজ্যের লক্ষ্মীর ভান্ডারও না।''
নাগরিক না হলে সরকারি সুবিধা হারাবেন ! ফের বিতর্কিত মন্তব্য করলেন কুনাল
কি বিতর্কিত মন্তব্য করলেন কুনাল ?
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিজেপি-র পক্ষ থেকে রাজ্যজুড়ে CAA (সংশোধিত নাগরিকত্ব আইন)-এর সমর্থনে শিবির বা 'ক্যাম্প' স্থাপনের ঘোষণাকে কেন্দ্র করে এই বিষয়ে এক তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বিজেপির এই পদক্ষেপকে 'কারিগরিভাবে অসম্ভব' এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।
তিনি বলেন,''এটি কারিগরিভাবে অসম্ভব। যদি কেউ ভারতীয় নাগরিক হন, তবে 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR)-এ তাঁর নাম বাদ যাওয়ার প্রশ্নই আসে না। তাঁরা সবাই তালিকাভুক্ত আছেন।"
এরপর তিনি বলেন,''যদি আপনার নাম CAA ক্যাম্পে (আবেদনকারী হিসেবে) ঘোষণা করা হয়, তাহলে তার মানে হলো আপনি ভারতীয় নাগরিক নন। আর যদি আপনি ভারতীয় নাগরিক না হন, তাহলে আপনার জন্য কোনও সরকারি প্রকল্প থাকবে না, এমনকি রাজ্যের লক্ষ্মীর ভান্ডারও না।''