নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, "RGKar এ খুব খারাপ ঘটনা। কিন্তু 24 ঘন্টায় একজন গ্রেপ্তার। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কড়া অবস্থান নিয়েছেন, এই সব ঘটনায় সিপিএম, বিজেপির কোনো মুখ্যমন্ত্রী নেননি। ঘটনার নিন্দা হতে পারে, প্রতিবাদ হতে পারে। কিন্তু আন্দোলনের অবকাশ থাকে কি? ডাক্তারদের কর্মবিরতিতে মানুষের সমস্যা বাড়ছে।"
/anm-bengali/media/media_files/MXS9umNabXFXBSWZqDvP.jpg)
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
আরজি করের ঘটনায় প্রতিবাদ হতে পারে, আন্দোলন সাজে না! বিস্ফোরক কুণাল ঘোষ
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "ঘটনার নিন্দা হতে পারে, প্রতিবাদ হতে পারে। কিন্তু আন্দোলনের অবকাশ থাকে কি? ডাক্তারদের কর্মবিরতিতে মানুষের সমস্যা বাড়ছে।"
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, "RGKar এ খুব খারাপ ঘটনা। কিন্তু 24 ঘন্টায় একজন গ্রেপ্তার। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কড়া অবস্থান নিয়েছেন, এই সব ঘটনায় সিপিএম, বিজেপির কোনো মুখ্যমন্ত্রী নেননি। ঘটনার নিন্দা হতে পারে, প্রতিবাদ হতে পারে। কিন্তু আন্দোলনের অবকাশ থাকে কি? ডাক্তারদের কর্মবিরতিতে মানুষের সমস্যা বাড়ছে।"