জয়নগরে ধর্ষণ হত্যা, বাম বিজেপি চক্রান্ত! বিস্ফোরক কুণাল ঘোষ

জয়নগরের ক্ষোভের নেপথ্যে বাম-বিজেপির চক্রান্ত বলে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের।

author-image
Tamalika Chakraborty
New Update
Kunal ghosh

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের  যে ঘটনা ঘটেছে, তা রহস্যজনক বলে উল্লেখ করলেন তৃণমূলনেতা কুণাল ঘোষ। পাশাপাশি তিনি ঘটনাটির নিন্দা করেছেন। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু বাম ও বিজেপি নেতা-নেত্রীরা পুজোর মরশুমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।  কুণাল ঘোষ বলেন, বিরোধীদের চক্রান্ত কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। শনিবার সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ বলেন,  পুজোর মরশুমে অশান্তি ছড়াতেই জয়নগরের ঘটনাকে ব্যবহার করতে চাইছে বিরোধীরা। যে বা যারা দায়ী, চরম শাস্তি চাই।  কিন্তু এই সুযোগে বিজেপি ও সিপিএমের কিছু নেতাদের কোনওভাবেই অরাজকতা করতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জোর মরশুমে বিরাট চক্রান্ত চলছে অশান্তির। 

প্রসঙ্গত, শুক্রবার টিউশনি পড়তে গিয়ে বাড়ি ফেরেনা এক ক্লাস ফোরের ছাত্রীর। বাড়ির অভিযোগ, সামনের ফাঁড়িয়ে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ গুরুত্ব দেয়নি। অন্যদিকে, শুক্রবার রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। তারপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঝাঁটা নিয়ে স্থানীয় মহিলারা তাড়া করেন। 

 tamacha4.jpeg