/anm-bengali/media/media_files/WKzmfQFfRLTT8GDMyLqY.jpg)
নিজস্ব সংবাদদাতা: ময়নায় বিজেপি নেতাকে (BJP Leader) হত্যা (Murder) করার অভিযোগ। এই নিয়ে আজই ময়নায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে হয় প্রতিবাদ মিছিল। এর মধ্যেই আবার এই কাণ্ডে শুভেন্দুকে জড়িয়ে কড়া আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র (TMC Spokesperson) কুণাল ঘোষ (Kunal Ghosh)। ময়নাতে নিহত বিজয় ভুইঞার নামে তৎকালীন তৃণমূল নেতা (TMC Leader) শুভেন্দুকে টেনে কুণাল দাবি করেন, 'আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। এই হত্যাকান্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক'। অর্থাৎ এই নিয়ে এবার শুভেন্দুকে জেরা করার দাবি করলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
ময়নাতে নিহত বিজয় ভুইঞার নামে তৎকালীন @AITCofficial নেতা শুভেন্দু কী বলেছিল শুনুন। তাই ওখানে আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। এই হত্যাকান্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক।@MamataOfficial@abhishekaitcpic.twitter.com/vyKAqPjsAz
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us