'বেইমান বিজেপির কথা বলা পুতুল'! মিঠুনকে আক্রমণ কুণালের

এবিভিপির তরফে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর পাল্টা দিলেন কুণাল ঘোষ।

kunmi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ এবিভিপির এক অনুষ্ঠানে রাজ্যকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। দাবি করেন যে পুরো সিস্টেমটাই দুর্নীতিতে ভরে গেছে। এবার এর প্রতিবাদে টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 'মিঠুন চক্রবর্তী সারদার টাকা নিয়েছেন, অ্যালকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। আরও একাধিক বিতর্কে জড়িত। গ্রেফতারি এড়াতে মুখ্যমন্ত্রী মমতার দেওয়া রাজ্যসভার এমপি পদ থেকে ইস্তফা দিয়ে বেইমান বিজেপির কথা বলা পুতুল হয়েছেন। এখন তিনি বাংলাকে অপমান করছেন, কুৎসা করছেন', দাবি কুণালের।