নিজস্ব সংবাদদাতা: এবার রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন রাজ্য তৃণমূলের সাধারন সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, '২০২০ সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন এবং এই সরকারের একজন নেতা ছিলেন। তিনি বিজেপিতে গেছেন। সিবিআইয়ের এফআইআরে তাঁর নাম রয়েছে। তিনি সেখানে গেছেন গ্রেফতারি এড়াতে এবং এই ভুলভাল মন্তব্য করতে'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)