খাদ্য,বস্ত্র,বাসস্থানের মতো মৌলিক সুবিধা দিতে আগ্রহী নয় বিজেপি ! ফের বিজেপিকে আক্রমণ করলেন কুনাল ঘোষ

কি বললেন কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
kunal ghosh tmc.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। খাদ্য,বস্ত্র,বাসস্থানের মতো মৌলিক সুবিধা দিতে আগ্রহী নয় বিজেপি,আজ এমনটাই মন্তব্য করলেন তিনি। তিনি বলেন,''বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে 'রুটি, কাপড় আর বাসস্থান' ('Roti, Kapda aur Makaan')-এর মতো মৌলিক সুবিধা দিতে কোনও আগ্রহ দেখায় না। তারা পশ্চিমবঙ্গের বকেয়া টাকা দিচ্ছে না। এমনকি তারা রাজ্যের স্বার্থেও কোনও কাজ করছে না। বিজেপির এই নীতি রাজ্যের উন্নয়ন এবং মানুষের কল্যাণের বিরুদ্ধে যাচ্ছে।"

c