New Update
/anm-bengali/media/media_files/IwIXHxz1AuwmGum005Qn.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইন্ডিয়া জোটে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "জোট নিয়ে এই পরিস্থিতির জন্য দায়ী অধীর চৌধুরী। যখন জোটকে সম্মান দিচ্ছে তৃণমূল, তখন লাগাতার আমাদের দল, নেত্রী, নেতাকে বিজেপির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। ২০২১ সালে আমরা একাই বিজেপিকে হারিয়েছিলাম। কং-বাম শূন্য পেয়েছিল। কংগ্রেস নেতা বিজেপির হাত শক্ত করতে লাগাতার কুৎসা করছেন।"
জোট নিয়ে এই পরিস্থিতির জন্য দায়ী অধীর চৌধুরী।@AITCofficial যখন জোটকে সম্মান দিচ্ছে, তখন লাগাতার আমাদের দল, নেত্রী, নেতাকে বিজেপির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। 2021এ আমরা একাই বিজেপিকে হারিয়েছিলাম। কং-বাম 0 পেয়েছিল। কং নেতা বিজেপির হাত শক্ত করতে লাগাতার কুৎসা করছেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 25, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us