/anm-bengali/media/media_files/cp3RiEMjrPNTgd6S8MBv.jpg)
নিজস্ব সংবাদদাতা: আন্দোলনকারী মহিলাকে নিয়ে এবার চরমতম কটাক্ষে মাতলেন কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। প্রথমে এক আন্দোলনকারী মহিলার ভিডিও সামনে এনে কুণাল ঘোষ বলেন, "হ্যাঁরে দেবাংশু , তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে"।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
তবে এখানেই শেষ নয়, এরপর দেবাংশু রিপ্লাই দেন, "বলছ তাহলে Kunal দা ? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো "লাইফ হেল" করে দেবে তো! এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও.. বিবাহিত তো! সরি.. সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।"
/anm-bengali/media/media_files/6FnsLl51RJv3tYKAPjF2.jpg)
নারী আন্দোলনে গোটা রাজ্য যখন তোলপাড় তখন কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যের এক নারীকে নিয়েই কটাক্ষকে কেন্দ্র করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও ওই আন্দোলনকারিনী কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেছিলেন।
/anm-bengali/media/post_attachments/3455f927-9ee.png)
হ্যাঁরে @ItsYourDev , তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে। pic.twitter.com/bQEvDrL2LV
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 16, 2024
গলা শুনেই মনে হচ্ছে বড় দজ্জাল মহিলা গো! বিনয় কোঙ্গারের মত "লাইফ হেল" করে দেবে.. https://t.co/dnk4YpInQQ
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) September 16, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us