/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে 'এসআইআর' (SIR) কর্মসূচির নামে বিজেপি (BJP)-র বিরুদ্ধে এবার ভয় দেখানোর রাজনীতি করার গুরুতর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস (TMC) নেতা কুণাল ঘোষ। তিনি বলেন,''সম্প্রতি ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম নামে এক মহিলার দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। হাসিনা বেগম 'ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে' আক্রান্ত হয়ে মারা যান।''
এরপর তিনি অভিযোগ করেন,'''এসআইআর (SIR) সংক্রান্ত মানসিক চাপের কারণেই তিনি হঠাৎ করে অসুস্থ হন। হাসিনা বেগম তাঁর মেয়ের সাথে ওই ওয়ার্ডে থাকতেন এবং সেখানেই এসআইআর (SIR) সংক্রান্ত একটি সভা হয়েছিল। আসলে বিজেপি নেতারা বারংবার হুমকি দিচ্ছেন যে যাদের নাম ভোটার তালিকায় নেই, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বসবাস করা সত্ত্বেও এই হুমকির কারণেই হাসিনা বেগম অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/04/1000095333.jpg)
এরপর তিনি আরও বলেন,''বিজেপি এসআইআর (SIR)-এর নামে যে ধরনের অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি (TMC) রাজনৈতিক আন্দোলন করবে এবং আইনি লড়াইও চালাবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us