নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনা নিয়ে এবার বার্তা দিলেন কুণাল ঘোষ। তিনি মেনে নিলেন এই ঘটনা ভয়ঙ্কর, নিন্দার ও প্রতিবাদের। তবে তিনি কিন্তু বিচার নেই বলে যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে মুখ খুলে আজকের বড় ধামাকা দিয়ে দিলেন।
তিনি বলেছেন, "আরজিকরের ঘটনা ভয়ঙ্কর। নিন্দার। প্রতিবাদের। কিন্তু বিচার নেই বলে যে প্রচারটি চলতে এটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর। কলকাতা পুলিসের 24 ঘন্টার মধ্যে ধর্ষক, খুনিকে ধরেছে। ঘটনার চারপাঁচদিন পর থেকেই তদন্তে সি বি আই, তিলোত্তমার বাবা মার দাবি মেনে, হাইকোর্টের নির্দেশে। প্রক্রিয়া মনিটর করছে সুপ্রিম কোর্ট। সি বি আই প্রথম চার্জশিট দিয়েছে। তাতে ধর্ষণ ও খুনে সেই ধৃত ব্যক্তিই অভিযুক্ত। সঙ্গে অন্য অভিযোগের আনুষঙ্গিক তদন্ত চলছে। চার্জশিট দেওয়ার পর বিচার আদালতের হাতে, কিছু নির্দিষ্ট আইনি পথে, সেই প্রক্রিয়া আইনেই চলছে। মনে রাখুন, মনিটর করছে সুপ্রিম কোর্ট। সেখানে সব পক্ষের আইনজীবীরা সব কথা বলতে পারছেন। ফলে, এখনও 'বিচার নেই' ন্যারেটিভটা যাঁরা ছড়াচ্ছেন, তাঁরা বাস্তব কথা বলছেন না"। তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।