New Update
/anm-bengali/media/media_files/TVMpd8wpXynUSmrEPnGn.jpg)
Kolkata Tram Routes
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার (Kolkata)ট্রামপ্রেমীদের জন্য খুশির খবর। বন্ধ হওয়া ৭ টি রুটে (Tram Routes) নতুন করে ট্রাম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। আগামী কয়েক বছরের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে। আগামী দিনে বিধাননগর (Bidhan Nagar) পর্যন্ত চালানো হতে পারে ট্রাম। হাওড়া ব্রিজেও (Howrah Bridge) ফের ট্রাম চালানোর কথা ভাবা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us