'দুষ্কৃতিদের চিহ্নিত করেছি আমরা'! কালকের ভাঙচুরের পর ছবি পোস্ট করে জানাল কলকাতা পুলিশ

আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি ছাত্রছাত্রীদের উপর হামলা।

author-image
Anusmita Bhattacharya
New Update
e

নিজস্ব সংবাদদাতা: গতকাল রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই চালানো হয় ভাঙচুর। ব্যারিকেড ভেঙে ঢুকে একদল লোক অবাধে ভাঙচুর চালায় বাইরের দিকে। আতঙ্ক সৃষ্টি হয় এলাকাজুড়ে। পালিয়ে প্রাণে বাঁচে পুলিশ।

WhatsApp Image 2024-08-15 at 10.00.40

কিন্তু এই দুষ্কৃতীরা কারা? উত্তরের অপেক্ষায় ছিল জনতা। কারণ একদল মানুষ আন্দোলনকারীদের দোষ দিচ্ছিল। 

x

এবার কলকাতা পুলিশ করল বিশেষ পোস্ট। তাদের দাবি, দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে। 

d