New Update
/anm-bengali/media/media_files/yVJ5FUr0IlbzLlAirXsI.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি করের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবেন তদন্তকারী সিবিআই আধিকারিকরা। এর পরবর্তী ক্ষেত্রে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আবার যাবে সিবিআই।
/anm-bengali/media/media_files/IjANINDQQZWH7MSL6BZC.jpg)
গতকাল হাসপাতালের ভেতরে পুলিশের ঘরে ভাঙচুর হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে সংগ্রহ করা হয় সেখানে লন্ডভন্ড অবস্থা। অভিযোগ, পরিকল্পিতভাবে ভেঙে ফেলে দেওয়া হয়েছে সিসিটিভির হার্ড ডিস্ক। যোগাযোগ বিচ্ছিন্ন করতে পুলিশের ঘরে থাকা মোবাইল ফোনগুলিও ভাঙচুর করার অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us