ডেঙ্গু রুখতে আরও সতর্ক লালবাজার

ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গু। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মাঝে ডেঙ্গু রুখতে আরও সতর্ক লালবাজার। আলিপুর বডিগার্ড লাইনে মশা নিধনে কেনা হচ্ছে ‘স্মোক ফগার’ যন্ত্র।

যাতে ডেঙ্গু বা ম‌্যালেরিয়ায় আক্রান্ত হয়ে না পড়েন

পুলিশ জানিয়েছে, পুলিশকর্মী ও আধিকারিক এবং তাঁদের পরিবারের লোকেরা যাতে ডেঙ্গু(Dengue) বা ম‌্যালেরিয়ায় আক্রান্ত হয়ে না পড়েন, সেই ব‌্যাপারে এখন থেকেই সতর্ক করা হয়েছে।

এখন থেকেই লালবাজার সতর্ক হয়েছে

পুলিশের দাবি, আলিপুর বডিগার্ড লাইনে যাতে মশার কামড়ে রোগ না ছাড়ায়, তার জন‌্য এখন থেকেই লালবাজার সতর্ক হয়েছে। কারণ এখানে রয়েছে পুলিশকর্তাদের অফিস, সশস্ত্র বাহিনীর বারাক ও পুলিশের আবাসন।