গতবারের তুলনায় বাড়ছে রাস্তায় যানজট
পুজোয় বাড়ছে ভিড়। গতবারের তুলনায় বাড়ছে রাস্তায় যানজট। তাই যাতায়াত, ঠাকুর দেখার জন্য মানুষের কাছে প্রধান অস্ত্র মেট্রো। সেই মেট্রো পুজোর জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে পুজোর আগে শপিং মুখী মানুষের ভিড় সামাল দিতে গত মাস থেকেই স্পেশ্যাল মেট্রো চলেছে।