কলকাতা মেট্রোতে গিজগিজ করছে ভিড়
মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে কলকাতায়। আর কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবচেয়ে কম সময়ে পৌঁছে যাওয়ার একমাত্র উপায় কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোতে গিজগিজ করছে ভিড়।
মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে কলকাতায়। আর কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবচেয়ে কম সময়ে পৌঁছে যাওয়ার একমাত্র উপায় কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোতে গিজগিজ করছে ভিড়।
যাত্রীদের উপচে পড়া ভিড় মেট্রো ব্লু লাইনে। মেট্রো রেল সূত্রে যে পরিসংখ্য়ান সামনে এসেছে তাতে বোঝাই যাচ্ছে পুজোর দিনগুলোতে কী পরিস্থিতি হতে পারে।
রোজ মেট্রোতে প্রায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করছেন। আর মহালয়াতে মেট্রোতে একেবারে বিপুল ভিড়। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ভিড়ের যে ছবি দেখা গিয়েছে তা দেখে মাথায় হাত অনেকেরই।