বেহালা দুর্ঘটনা, শিশুমৃত্যু, আইনশৃঙ্খলা, বড় মন্তব্য ফিরহাদ হাকিমের

বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনার পর কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Firhad hakim

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ৭ বছরের শিশুর করুণ পরিণতি নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। বেহালা চৌরাস্তার কাছে বড়িশা স্কুলের সামনে শুক্রবারের এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখের’ বলে মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদের মুখে শোনা গিয়েছে হকার-সমস্যার কথা। ফিরহাদ বলেন, "এটা ঠিক যে, কিছু কিছু জায়গায় হঠাৎ করে হকার বসে যাচ্ছে। বার বার বলার পরও তারা সরছে না। পুলিশকে বলব ব্যবস্থা নিতে।" এই বিষয় নিয়ে পুলিশকে চিঠিও দিতে চলেছেন মেয়র।

এদিন বেহালার দুর্ঘটনার পর অভিযোগ উঠেছে, লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়। পুলিশ সেই টাকা দিতে জোর করে বলে অভিযোগ। এই বিষয় নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আপনারা কথায় কথায় বলেন পুলিশ টাকা তুলছে। যদি অভিযোগ থাকে তাহলে আপনারা ছবি তুলুন। একটা লোকের বিরুদ্ধে অভিযোগ করে দিলে হবে না। পুরসংস্থার নিজের পুলিশ নেই। আইনশৃঙ্খলা দেখা পুরসংস্থার হাতে নেই।" 

এদিন বেহালায় দুর্ঘটনার পর স্থানীয় স্কুলের শিক্ষকরা অভিযোগ তোলেন, বেসরকারি স্কুলের কাছে ট্রাফিক পুলিশ থাকে। অথচ সরকারি স্কুলের সামনে সেসব নিরাপত্তা নেই। মেয়রের দাবি, একথা ঠিক নয়। মেয়রের যুক্তি, বেসরকারি স্কুলে ভিড় বেশি হয় বলে পুলিশ থাকে। সেখানে গাড়ি বেশি আসে। তাই ট্রাফিক পুলিশ থাকে। মানুষের ভিড়ের জন্য ট্রাফিক পুলিশ।