/anm-bengali/media/media_files/2025/06/29/manojit-mishra-2025-06-29-20-18-21.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার এক প্রথম বর্ষের আইন কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া মনোজিত মিশ্রকে ঘিরে এখন উত্তাল গোটা রাজ্য। এই মামলার মূল অভিযুক্ত মনোজিত মিশ্রর একটি পুরনো ফেসবুক পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের মতো। যেখানে তিনি নিজেই ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন!
২০২৪ সালের ৯ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজে ৩১ বছরের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সেই সময় নিজের ফেসবুক প্রোফাইলে একটি প্রতিবাদের ভিডিও শেয়ার করে মনোজিত লিখেছিলেন – "ধর্ষকদের ফাঁসি চাই। ন্যায়বিচার চাই, নাটক নয়। অবিলম্বে শাস্তি চাই। দোষীদের মৃত্যুদণ্ড চাই।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/29/rape-w-2025-06-29-20-18-45.jpg)
আজ যখন সেই মনোজিত নিজেই এক গণধর্ষণ মামলার মুখ্য অভিযুক্ত, তখন তার এই পুরনো পোস্ট নতুন করে আলোড়ন ফেলেছে। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন, কেউ কেউ এই ঘটনাকে ‘চরম ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন। কেউ লিখেছেন, “নিজেই চাইছিল ফাঁসি, এবার নিজের কথাই যেন সত্যি হয়!”
ঘটনার এই বিপরীত ধারা আর অভিযুক্তের মুখোশ খুলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড়। ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন বহু মানুষ, বহুজন আবার মনোজিতের পুরনো কথাই ফিরিয়ে দিয়ে বলছেন — “এবার কি তুমি নিজের জন্যও সেই শাস্তি চাইবে?”
এখন দেখার বিষয়, এই ঘটনার তদন্ত কোন দিকে এগোয় এবং কত দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us