New Update
/anm-bengali/media/media_files/1HxcB1W0OcsnfN3ChDxn.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা বিমানবন্দরে বুধবার রাত ৯ টা বেজে ২০ মিনিটে আচমকাই সিকিউরিটি চেকিং এলাকায় আগুন লেগে গিয়েছে। যার ফলে যাত্রীদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনার প্রায় ঘণ্টাখানেক হতে চলেছে। তবে এখনও সিকিউরিটি চেকিং এলাকায় ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এরকম গুরুত্বপূর্ণ একটি স্থানে কিভাবে আগুন লাগলো? বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আনার স্বয়ংক্রিয় প্রক্রিয়া কাজ করছিল? তবে যাত্রী সুরক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। বেশকিছু বিমান সময় থেকে দেরিতে চলছে। আগুনের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়া নতুন করে চালু করা হচ্ছে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us