/anm-bengali/media/media_files/JvaaoT6bJVQn0LWa1HPa.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পুরোদমে চলছে এসআইআর প্রক্রিয়া। এরপরই বিধানসভা নির্বাচন। ফলে প্রশাসনিক তৎপরতা বাড়ার পাশাপাশি নাগরিকদের মধ্যেও বাড়ছে নথিপত্র সংক্রান্ত উদ্বেগ। বিশেষ করে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট সংগ্রহকে কেন্দ্র করেই ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই এবার নড়েচড়ে বসেছে পুর কর্তৃপক্ষ।
শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, এসআইআর-এর শুনানি শুরু হলে বার্থ ও ডেথ সার্টিফিকেট নেওয়ার ভিড় কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বহু মানুষের পুরনো শংসাপত্রের প্রয়োজন পড়ছে, আর সেগুলি উদ্ধার করতে পুরসভার রেকর্ড রুমে বাড়তি সময় ও শ্রম লাগছে। বিশেষত কয়েক দশক আগের নথি খুঁজে পেতে কাজের চাপ আরও বাড়ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/sir-2025-07-31-20-49-11.jpg)
এই পরিস্থিতি সামলাতেই কলকাতা পুরসভা অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়োগ আপাতত অস্থায়ী। সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগে অতিরিক্ত জনবল কাজ শুরু করবে বলে জানা গেছে। অনলাইনের পাশাপাশি অফলাইনে যাতে সহজেই শংসাপত্র সংগ্রহ করা যায়, সে দিকেও জোর দেওয়া হচ্ছে।
প্রশাসনের মতে, এসআইআর শুরুর আগে থেকেই ভিড় ছিল, কিন্তু এখন শুনানির সময়সীমা এগিয়ে আসায় তা বহুগুণ বেড়ে যাবে। তাই আগাম প্রস্তুতি না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
নাগরিকদের বক্তব্য, জন্ম কিংবা মৃত্যুর নথি ছাড়া শুনানি সম্পূর্ণ করা যাবে না—এই আশঙ্কাতেই তাঁরা দ্রুত সার্টিফিকেট সংগ্রহে ছুটছেন। ফলে প্রশাসন ও পুরসভা—দু’পক্ষেরই কাজের চাপ বাড়ছে। তবে অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্তে কিছুটা স্বস্তির হাওয়া বইছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us