New Update
/anm-bengali/media/media_files/2024/10/22/djA0zkxrX5lGRdtVpW3J.jpg)
নিজস্ব সংবাদদাতা: সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডর সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। তিনি দাবি করেছেন যে এই ঘটনা বিরল থেকে বিরলতম অপরাধ নয়, তাই এর শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে না। এবার এই নিয়ে কটাক্ষ করলেন আর জি কর আন্দোলনের প্রথম সারির অতি পরিচিত মুখ ডাক্তার এবং অভিনেতা কিঞ্জল নন্দ।
তিনি লেখেন, হতাশ লাগছে তো?লাগুক,হতাশ হওয়াটা দরকার….কারণ সত্যি বলে সত্যিই কিছু নেই ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us