আপাতত কবি সুভাষ মেট্রো স্টেশন অতীত, এক বছর আর ওই পথে যাবেন না

সম্পূর্ণ স্টেশনটাই ভেঙে পুনর্নির্মাণ করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kavi subhash metro

File Picture

নিজস্ব সংবাদদাতা: কবি সুভাষ মেট্রো স্টেশনকে ঘিরে জটিলতা আরও বাড়ল। ফাটল ধরা পিলার ও প্ল্যাটফর্মের দুরবস্থার কারণে পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ই-টেন্ডার। তবে কবে আবার স্টেশন খুলবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ।

স্টেশনটির বর্তমান অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্পূর্ণ স্টেশনটাই ভেঙে পুনর্নির্মাণ করা হবে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পুরো কাজ শেষ হতে ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে, যা এক বছরও ছাড়িয়ে যেতে পারে। নতুন স্টেশন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ₹৯.৪২ কোটি।

kolkata-metro-line-1_0_1200

মোট ২১টি পিলারের মধ্যে ৪টিতে স্পষ্ট ফাটল ধরা পড়েছে। তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, বাকি পিলারগুলিতেও ছোটোখাটো ফাটলের চিহ্ন রয়েছে। প্ল্যাটফর্মের অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। নিরাপত্তার দিক বিবেচনা করেই এমন বড় সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।