সপ্তাহের শুরুতেই কবি সুভাষ থেকে যাত্রা হল সহজ, সৌজন্যে রাজ্য সরকার

বাসভাড়া ধার্য করা হয়েছে মাত্র ১০ টাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kavi subhash metro

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাময়িক স্বস্তি মিললেও মেট্রো পরিষেবার অনিশ্চয়তা কাটছে না কবি সুভাষ স্টেশন ঘিরে। মেট্রোর ২১টি স্তম্ভের মধ্যে ৪টিতে ফাটল ধরা পড়ায় বন্ধ রাখা হয়েছে পরিষেবা। কবে আবার চালু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে যাত্রীদের চরম দুর্ভোগের কথা মাথায় রেখে রাজ্য পরিবহণ দফতর ও মেট্রো রেল কর্তৃপক্ষ যৌথভাবে চালু করেছে বিকল্প ব্যবস্থা। সোমবার থেকে কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চলবে সরকারি বাস ও শাটল পরিষেবা। বাসভাড়া ধার্য করা হয়েছে মাত্র ১০ টাকা।

পরিবহণ দফতরের সূত্রে জানা গিয়েছে, অফিস টাইমকে মাথায় রেখে বাস চলবে দিনে তিনবার। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা মিলবে। বাকি সময়ে চলবে শাটল পরিষেবা।

metro

স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাস চলাচল কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। কিন্তু পরিষেবা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে”।

প্রসঙ্গত, কবি সুভাষ মেট্রো ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন। এখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রেলপথ বিস্তৃত। স্তম্ভে ফাটল ধরা পড়ার পর থেকেই নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলের অভাবও সমস্যা তৈরি করছে।

ফলে কবি সুভাষ মেট্রো পরিষেবা কবে পুরোদমে চালু হবে, তার উত্তর এখনও অজানাই। ততদিন এই বিকল্প বাস পরিষেবাই যাত্রীদের ভরসা।