/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কসবা ল কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ চারজনের বিরুদ্ধে এবার আরও ৬টি নতুন ধারা যুক্ত করল কলকাতা পুলিশ। এর ফলে মোট ৯টি ধারায় মামলা চলছে অভিযুক্তদের বিরুদ্ধে। তদন্তে গতি আনতে ও ঘটনার জটিলতা খতিয়ে দেখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তদন্তকারীরা।
মঙ্গলবার আলিপুর আদালতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ছয়টি নতুন ধারা যুক্ত করার আবেদন জানায় এবং আদালত তা মঞ্জুর করে। নতুন এই ধারাগুলি হল—
১ ধারা ৭৭: কোনও মহিলার অনুমতি ছাড়া তাঁর ছবি তোলা বা প্রচার করা
২ ধারা ১১৮(১): বিনা প্ররোচনায় কাউকে আঘাত করা
৩ ধারা ৩৫১(৩): অপরাধমূলক ভীতি প্রদর্শন
৪ ধারা ১৪০(৩): অপহরণ
৫ ধারা ১৪০(৪): আঘাত বা নির্যাতনের উদ্দেশ্যে অপহরণ
৬ ধারা ১৪২: অপহৃত ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখা
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/28/kasba-incident-2025-06-28-16-43-34.jpg)
এই নতুন ধারাগুলি যুক্ত করা হয়েছে মনোজিৎ মিশ্র ছাড়াও প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকী ঘোষের বিরুদ্ধেও।
FIR-এ আগে অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারাগুলি ছিল - গণধর্ষণ, অন্যায়ভাবে আটকে রাখা এবং সহযোগী হয়ে অপরাধ সংঘটনের অভিযোগ। কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) এখন এই কাণ্ডের তদন্তের দায়িত্বে রয়েছে। আর তারাই এবার নতুন ধারা সংযোজন করলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us