New Update
/anm-bengali/media/media_files/2025/03/17/q2SwMA1HBZR0Mdcdm6K8.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরেই কপিলমুনির মন্দিরের সামনে বাঁধ সংস্কার হয়েছিল। কিন্তু দু'মাসের মধ্যে ফের বেহাল দশা। ভাঙনের কবলে মন্দিরের সামনের বাঁধ ৷ ঘটনাকে কেন্দ্র করে উঠেছে একাধিক প্রশ্ন। নতুন করে ভাঙনের জেরে আতঙ্কে সাগর তীরবর্তী ব্যবসায়ী থেকে বাসিন্দা সকলেই।
দোল পূর্ণিমার সময় ভরা কোটালের পর কপিলমুনির আশ্রমের কাছে ১ ও ৪ নম্বর স্নানঘাটের সামনের বাঁধ ও রাস্তা নতুন করে ভাঙতে শুরু করেছে বলে অভিযোগ। যদিও, গঙ্গাসাগর মেলার সময় এই ৪ নম্বর স্নানঘাট বন্ধ রাখা হয়েছিল। বদলে কয়েকটি অস্থায়ী স্নানঘাট তৈরি করা হয়েছিল। তবে, সাগরমেলা মেটার পর ফের নতুন ভাবে ভাঙন শুরু হয়েছে। আর তার জেরে ধীরে-ধীরে কপিলমুনির মন্দিরের দিকে এগিয়ে আসছে সাগর ৷ ক্রমাগত দূরত্ব কমছে সাগরের সঙ্গে কপিলমুনি মন্দিরের ৷
/anm-bengali/media/media_files/unr4lfXH6wnkVA0PpxRw.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us