/anm-bengali/media/media_files/2025/07/09/496416895_18038408666543917_2713286795916877681_n-2025-07-09-22-26-10.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের বিতর্কে জড়ালেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হুমকি দেওয়া, গালিগালাজ এবং দাদাগিরির অভিযোগ তুলেছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। ঘটনার প্রতিবাদে রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন, যার ফলে শেষপর্যন্ত ট্রপিক্যাল মেডিসিন থেকে বেরিয়ে যেতে বাধ্য হন কাঞ্চন।
বুধবার দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে কাঞ্চন মল্লিক তাঁর দিদা শাশুড়িকে নিয়ে যান ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসার জন্য। অভিযোগ, চিকিৎসক একজন শিশুর চিকিৎসা করছিলেন এবং বিধায়ককে অপেক্ষা করতে বলেন। তবে বিধায়কের দাবি, তাঁর শাশুড়ির বয়স ৮৬ বছর, তাই তাঁকে আগে দেখে দিতে হবে। কিন্তু চিকিৎসক সময় নিলে, কাঞ্চন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ।
সিনিয়র রেসিডেন্ট প্রণিত রায়ের দাবি, কাঞ্চন মল্লিক চিকিৎসককে বলেন, “তোমার নাম কী? রেজিস্ট্রেশন নম্বর কী? তোমাকে ট্রান্সফার করে দেব"। তাঁর কথায়, “স্যর খুবই দুঃখ পেয়েছেন। এমন ব্যবহার এক জন জনপ্রতিনিধির কাছে আশা করি না"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2trSzqjGgVXvOESmdmsv.jpg)
অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চন মল্লিক। তাঁর বক্তব্য, “আমরা কোনও দুর্ব্যবহার করিনি। আমার স্ত্রী চিকিৎসকের কাছে দিদার প্রেসার চেক করার অনুরোধ করেন। তখনই চিকিৎসক খারাপ ব্যবহার করেন। আমরা শুধু জানতে চেয়েছিলাম ওষুধ চালিয়ে যেতে হবে কি না। আমাদের পক্ষ থেকে কোনও অসৌজন্য আচরণ হয়নি"।
ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে গোটা ঘটনা জানানো হয়েছে বলে জানিয়েছেন এসটিএমের ডিরেক্টর শুভাশিস কমল গুহ। একই সাথে তৃণমূল মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us